৪ বছর বয়স থেকে ডিজাইনার হতে চেয়েছিল কাইরা। ৫ বছর বয়স থেকে সে সেলাই করে। আর ৯ বছর বয়সে সে বনে গিয়েছে পুরোদস্তুর ডিজাইনার!
আপনার বয়স যখন ছিল সবে ৯, তখন আপনি কী করতেন? নিশ্চয় পুতুলখেলা, ভিডিও গেমস বা হাত–পা ছড়িয়ে কার্টুন দেখায় ব্যস্ত ছিলেন, সেটাই তো স্বাভাবিক। আর এখানেই আর সব শিশু থেকে আলাদা কাইরা। সহপাঠীরা যখন ব্যস্ত ভিডিও গেমস, কার্টুন ব নিদেনপক্ষে হোমওয়ার্ক নিয়ে, তখন নিজেই নিজের ড্রেস তৈরিতে ব্যস্ত কাইরা। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে থাকা কাইরা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের সেনসেশন।
কাইরার ফ্যাশন ডিজাইনিংয়ে হাতেখড়ি ২০২০ সালে। কোভিডের আক্রমণে সবকিছু যখন বন্ধ, তখন বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে হাতে ছুরিকাঁচি তুলে নেয় কাইরা। তার প্রথম লক্ষ্য ছিল পোষা বিড়ালের জন্য একটা বিছানা বানানো। ছোটবেলা থেকেই মাকে দেখে নিজে নিজেই সেলাইয়ের কাজ শিখেছিল কাইরা। আর সে বিদ্যাই কাজে লাগিয়ে লকডাউনে তৈরি করে ফেলে বিড়ালের জন্য বিছানা। সেলাইয়ের প্রতি আগ্রহ দেখে মা তাকে কিনে দেন নতুন সেলাই মেশিন। আর সেখান থেকেই ডিজাইনার হিসেবে তার যাত্রা শুরু। এরপর থেকে কমবেশি প্রতিদিনই নিজের নিত্যনতুন ডিজাইন দিয়ে সে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলছে।