নির্ধারিত সময়ে যাওয়া হচ্ছে না শ্রীলঙ্কা

আইটি আন্তর্জাতিক খেলা প্রবাস বাংলাদেশ লেখাপড়া শিক্ষক শিক্ষার্থী

নির্ধারিত সময় অনুযায়ী শ্রীলঙ্কা সফর সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। সবকিছু ঠিকঠাক থাকলেও শ্রীলঙ্কা সরকারের গড়িমসির কারণেই সফর নিয়েই এই অনিশ্চিয়তা তৈরি হয়।

২৬ সেপ্টেম্বর, শনিবার দুপুরে গণমাধ্যমের কাছে বিসিবি’র পরিচালনা কমিটির চেয়ারম্যান এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে আকরাম খান জানায়, নির্ধারিত সময় অনুযায়ী সফর সম্ভব না। তবে শ্রীলঙ্কা আগামী দুই-তিন দিনের মধ্যে তাদের বক্তব্য জানিয়ে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, শ্রীলঙ্কা চেষ্টা করছে, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ও জড়িত আছে। এরপরও যত দ্রুত সম্ভব তাদের একটা নির্দেশিকা বাংলাদেশকে দিতে চাইছে। আজ ও আগামীকাল বন্ধ থাকায় হয়তো আগামী সোম বা মঙ্গলবার হতো দেবে।

এর আগে বিসিবি জানিয়েছিল, সফরের জন্য যে শর্ত চাপিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা, সেটিকে অদ্ভুত বললেও কম হবে। সেগুলো ক্রিকেটের সংস্কৃতির সঙ্গেও যায় না। দেশটির দেয়া এমন শর্তগুলোর কারণে সফর সম্ভব না।

শ্রীলঙ্কার দেয়া শর্তে মতে, বাংলাদেশ ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সময় হোটেলেরে কক্ষ ত্যাগ করা যাবে না। এমনকি খাবারের জন্যও রুম থেকে বের হওয়া যাবে না। এছাড়াও এই সফরে সঙ্গে মেডিকেল টিম নেয়া যাবে না, কিন্তু তারা মেডিকেল সাপোর্টও দেবে না। অনুশীলনের জন্য নেট বোলার দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে নেট বোলারও নেয়া যাবে না।

এ বিষয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছিলেন, তাদের কঠোর স্বাস্থ্য নির্দেশিকা মানতে হচ্ছে। তারা বিসিবি’র সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। আর তিনি নিশ্চিত বিসিবি এসব বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করছে। তিনি এটার সমাধান করতে পারবেন বলেও আশা করেন। খুব দেরি না করেই বাংলাদেশ দল শ্রীলঙ্কা আসবে বলেও আশা করেন তিনি।

এই সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিলো। এই মাসের শেষে বাংলাদেশ ক্রিকেট দলের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ২৪ অক্টোবর ছিলো। আর বাংলাদেশ দলের আগামীকাল ২৭ সেপ্টেম্বর, রবিবার ঢাকা ত্যাগ করার কথা ছিলো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.